
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় শেরপুরে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। ১৫ নভেম্বর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু’র নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের নিউমার্কেট হয়ে শহীদ বুলবুল সড়ক, গোয়ালপট্টি, নয়াআনী বাজার, কলেজ মোড়, খরমপুর, মুন্সিবাজার হয়ে পূনরায় নিউমার্কেট এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা শেরপুরের তিনটি আসনেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিবো।