
‘‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে যথাযোগ্যভাবে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বিকেল ৩ টায় শেরপুর সদর থানা প্রঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি সুসজ্জিত পুলিশ বাদকদলের ব্যান্ডের তালে তালে জেলা পুলিশ কমিনিটি পুলিশিং ফোরাম, স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ কর্মসূচীর অংশ হিসাবে শেরপুর সদর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শেরপুর সদর থানা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল-এর সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এস এম নুরুল ইসলাম হিরু প্রমুখ।
আলোচনা সভায় সাধারন জনগন ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নিমূল, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে ঝিনাইগাতী থানার এসআই (নিরস্ত্র) রাজীব ভৌমিক ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য মোঃ আনারুল্লাহ-কে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও শেরপুর জেলার নকলা থানা, নালিতাবাড়ী থানা, ঝিনাইগাতী থানা ও শ্রীবরদী থানায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ যথাযথভাবে পালন করা হয়েছে।