
অতিরিক্ত আইজিপি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান বনজ কুমার মজুমদার বিপিএম-বার, পিপিএমকে নির্ধারিত সফর সূচি অনুযায়ী শেরপুর জেলার সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল অতিরিক্ত আইজিপিকে গার্ড অব অনার প্রদান করে।
এসময় পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল সহ জেলা পুলিশ ও পিবিআই এর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।