
‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বাংলাদেশ, শেরপুর জেলা শাখার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অভিযানের উদ্বোধন করেন আয়োজক সংগঠনের জেলা সমন্বয়ক মো. আল আমিন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিডি ক্লিনের সমন্বয়ক আল আমিন বলেন, ‘এই উপজেলা আমাদের, এই দেশ আমাদের। তাই এলাকার পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের। আমাদের প্রিয় শেরপুর সদরের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে ও ডেঙ্গুসহ মশাবাহিত যে কোন রোগ প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এলাকার পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন রাখতে ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান তিনি।’
পরে সংগঠনের প্রায় ২০ জন সদস্য মুখে মাস্ক পড়ে ও হাতে ঝাড়–-বেলচা নিয়ে কুসুমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকার বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। এ সময় তাঁরা নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য এলাকাবাসীকে উদ্বুদ্ধ করেন।