
শেরপুর আঞ্চলিক পাসপোর্টের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক উদ্বোধন করেন।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ।
অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ছারোয়ার হোসেন।
এ সময় প্রধান অতিথি আতিউর রহমান আতিক বলেন, বিগত সময়ে ২৮ বছর জাতীয় পার্টি, বিএমপি-জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায় শেরপুরে দৃশ্যত কোনো উন্নয়ন হয়নি। আমি ৫ বারের এমপি থাকা অবস্থা দু’নয়নে যা কিছু দেখছেন তা উন্নয়ন করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কল্যাণে এসব উন্নয়ন করা হয়েছে। শিশুরা যেমন মাতৃকোলে নিরাপদ, তেমনি তার কাছে বাংলাদেশও নিরাপদ।
পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, ৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২৫ শতাংশ জায়গায় ওপর ৮ হাজার ৮ শত ২৬ বর্গফুটের ৩ তলা বিশিষ্ট এই ভবন তৈরি করা হয়। এই অফিস চালুর ফলে জেলার ১৫ লাখের অধিক জনগণের পাসপোর্ট গ্রহণের ভোগান্তি কমবে।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।