
শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। ১৬ অক্টোবর সোমবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস এবং প্রদীপ কুমার দাশ এর নেতৃত্বে একটি রেইডিং টিম শেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি মোঃ রেজাউল করিম (২৮) ও মোঃ জহর আলি (৫০) কে হেরোইন সহ আটক করা হয়।
আটককৃতরা হলো শেরপুর শহরের কসবা কাঠঘর এলাকার মোঃ শামীম মিয়ার ছেলে রেজাউল করিম ও
বাগরাসা এলাকার মৃত উমেদ আলীর ছেলে মোঃ জহর আলী।
উক্ত দুই মাদক কারবারি বিভিন্ন সময় মেয়ের বিয়ে, অসুস্থতার কথা বলে দীর্ঘদিন যাবত শেরপুরে চাঁদাবাজি করতো এবং পুলিশের হাতে ধরা পড়েছিল।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত আসামীদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেন এবং শেরপুর জেলা কারাগারে প্রেরণ করেন । উক্ত মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক মোঃ এনামুল হক ।