
শেরপুরে বরেণ্য শিক্ষাবিদ, লেখক, গবেষক ও শিশু সংগঠক প্রয়াত অধ্যাপক পান্না কায়সারের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন খেলাঘর, শেরপুর জেলা কমিটির সভাপতি ইমাম হোসেন। শেরপুরের শিশু-কিশোর সংগঠন পাতাবাহার খেলাঘর আসরের সহযোগিতায় খেলাঘর, শেরপুর জেলা কমিটি সভার আয়োজন করে।
স্মরণ সভায় প্রয়াত পান্না কায়সারের সংগঠন ও কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন শেরপুর পৌরসভার মেয়র ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোহাম্মদ কিবরিয়া, খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য আব্দুল হান্নান চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, সংস্কৃতিকর্মী দেবাশীষ দাস, পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি আনিসুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সংসদের সভাপতি তপন সারওয়ার, খেলাঘর শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক নন্দ সাহা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অধ্যাপক পান্না কায়সার ছিলেন একজন মহীয়সী নারী। তিনি আজীবন মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে নারী মুক্তি ও শিশু-কিশোরদের মেধা বিকাশে কাজ করে গেছেন। এই গুণীর মৃত্যুতে জাতির অসামান্য ক্ষতি হয়েছে, যা অপূরণীয়। তবে পান্না কায়সারের আদর্শ লালন ও ধারণ করে শিশু-কিশোরদের মেধা বিকাশে সকলকে একযোগে কাজ করতে হবে। একইসঙ্গে পান্না কায়সারকে আজীবন বাঁচিয়ে রাখতে হবে বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি শিশুর অন্তরে।
স্মরণসভা শেষে প্রয়াত পান্না কায়সারের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।