
সড়ক দুর্ঘটনায় আহত বড় ভাই চাঁন মিয়াকে দেখতে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন বৃদ্ধা হেনা বেগম (৬৫)। কিন্তু পথিমধ্যে তাঁকে বহনকারী ব্যাটারিচালিত রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। এতে রিকশার যাত্রী হেনা বেগম মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই মারা যান তিনি। ফলে অসুস্থ বড় ভাইকে আর দেখা হলো না তাঁর।
এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শনিবার বিকেলে শেরপুর-ময়মনসিংহ বাইপাস সড়কের শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরাণপুর এলাকায়। নিহত হেনা বেগম সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ঘিনাপাড়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের স্ত্রী।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হেনা বেগমের বাবার বাড়ি শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া মোল্লাবাড়ি গ্রামে। কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় তাঁর (হেনা বেগম) বড় ভাই চাঁন মিয়া আহত হন। অসুস্থ বড় ভাইকে দেখতে হেনা বেগম শনিবার বিকেলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। কিন্তু সদর উপজেলার বয়ড়া পরাণপুর এলাকায় তাঁকে বহনকারী ব্যাটারিচালিত রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। এতে হেনা বেগম মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ও জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার উপপরিদর্শক মো. কামরুল হাসান শনিবার সন্ধ্যায় বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরিবারের আবেদনক্রমে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।
নিহত হেনা বেগমের ভাতিজি (বড় ভাইয়ের মেয়ে) জামাই মো. আমিনুল ইসলাম রাজু বলেন, ফুফু শাশুড়ি হেনা বেগমের আকস্মিক মৃত্যুতে দুটি পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।