
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে” এ স্লোগান সামনে রেখে শেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গণজাগরণের পালা গান অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর বুধবার রাত ৮ টায় জেলা শিল্পকলা একাডেমিতে গণজাগরণের পালা গান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল খায়রুম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মুক্তাদিরুল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা গণ।
গণজাগরণের পালা গানে গান পরিবেশন করেন শেরপুরের পাগল তারা ও ঢাকার বাদল সরকার।
পালা গানের বিষয় ছিলো: জীব-পরম।