
শেরপুরে প্রথমবারের মত চালু হতে যাচ্ছে অ্যাডভোকেটশীপ পরীক্ষার কোর্স। শেরপুর টিউশন হোম এর সহযোগিতায় ও 7 Law School এর আয়োজনে ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২৫ দিনের কার্যকরী ক্র্যাশ কোর্স অ্যাডভোকেটশীপ পরীক্ষা প্রস্তুতি – ২০২৩।
অ্যাডভোকেটশীপ পরীক্ষা প্রস্তুতিতে থাকছে ২৫টি ক্লাস টেস্ট, ৫টি স্পেশাল মডেল টেস্ট এবং ৩টি চূড়ান্ত মডেল টেস্ট।
অ্যাডভোকেটশীপ পরীক্ষা প্রস্তুতিতে ক্লাস নিবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএল.বি (অনার্স) ও এলএল.এম ডিগ্রী অর্জনকারী শেরপুর জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ওসমান গনি, শেরপুর জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাড. মোঃ আব্দুস সবুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএল.বি (অনার্স) ও এলএল.এম ডিগ্রী অর্জনকারী কাউসার সাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ থেকে এলএল.বি (অনার্স) ডিগ্রী অর্জনকারী রাশেদ খান। এছাড়াও 7 Law School এর ব্যানারে খুব শীঘ্রই দেশসেরা মেন্টরদের নিয়ে বিজেএস (সহকারী জজ নিয়োগ) পরীক্ষার কোর্স (অনলাইন) চালু হতে যাচ্ছে।
অ্যাডভোকেটশীপ পরীক্ষা প্রস্তুতি (ক্র্যাশ কোর্স) ফি নির্ধারণ করা হয়েছে ৩০০০(তিন হাজার) টাকা।
উল্লেখ্য, দেশের সরকারী বা বেসরকারী বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রী অর্জন করার পর নিম্ন আদালতে আইন চর্চা করার জন্য বাংলাদেশ বার কাউন্সিল থেকে প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ, তারপর ১০০ নম্বরের লিখিত ও সর্বশেষ ৫০ নম্বরের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবী হিসেবে সনদ নিতে হয়।
ভর্তির জন্য যোগাযোগ করুন: 7 Law School অথবা শেরপুর টিউশন হোম, রংমহল মোড়, শেরপুর।
মোবাইল: ০১৮৮৬-৫১৯০৪৩