
শেরপুরে কমিউনিটি ক্লিনিক সমুহে স্বাস্থ্য সেবার মান জোরদার করনের লক্ষ্যে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২৫টি কমিউনিটি ক্লিনিকে ১২৫টি চেয়ার সরবরাহ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
এসময় তিনি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি গ্রামাঞ্চলের প্রান্তিক পর্যায়ের চিকিৎসা সেবা প্রার্থীদের আন্তরিকতার সহিত সেবা দেওয়ার জন্য উপস্থিত সিএইচসিপিদের অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, মহিলা ভাইচ চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকরাম হোসেন, কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব ও ২৫ জন সিএইচসিপি।