
শেরপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ১৮ সেপ্টেম্বর সোমবার শেরপুর সদর উপজেলার ছয়ঘড়িপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরিদর্শন কালীন তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং অনেকগুলো সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহন করেন।
এসময় সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ মোবারক হোসেন, এসিল্যান্ড মোঃ উজ্জল হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকরাম হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ জহিরুল আলম, লছমনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, ছয়ঘড়িপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আকলিমা খাতুন, ইউপি মেম্বারগন ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।