
বাজিতখিলা ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আলী’র অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগষ্ট বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের স্বাস্থ্য কর্মীদের আয়োজনে সোনাবরকান্দা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আলী’র অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ আকরাম হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ), সংশ্লিষ্ট ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিগন।