
সেনাবাহিনী প্রধানের সাথে বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত Mr. Michael Miller-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা এবং ইউরোপীয় সহায়তায় বাংলাদেশে সামরিক শিল্প স্থাপনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূত দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।