
কুমিল্লা থেকে অপহৃত সাত বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে আটদিন পর জামালপুর থেকে উদ্ধার করেছে র্যাব-১৪। এ ঘটনায় আটক করা হয়েছে অপহরণ চক্রের দুই সদস্যকে।
রোববার (২৯ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ মুত্তাজুল ইসলাম।
তিনি জানান, গত ২১ জুন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার একটি মাদ্রাসা থেকে রাসেল নামে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করা হয়।
ঘটনার পরপরই শিশুটির মা রোজিনা বেগম মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। মামলা গ্রহণের পর ছায়া তদন্ত শুরু করে র্যাব-১৪।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অপহরণকারীরা একাধিকবার স্থান পরিবর্তন করে শিশুটিকে আড়ালে রাখে। তবে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতায় শনিবার রাতে জামালপুর শহরের ছনটিয়া এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে উদ্ধার করা হয়।
এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়। তারা হলেন- জামালপুর পৌরসভার ছনটিয়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. সোহেল এবং নোয়াখালীর চাটখিল উপজেলার মনোহরপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে ইমরান হোসেন।
শিশু রাসেলকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।