
নিজস্ব প্রতিনিধি:
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রাপ্তরা হচ্ছেন শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) শেরপুর সদর থানার মোঃ জাহাঙ্গীর আলম খান, শ্রেষ্ঠ এসআই শেরপুর সদর থানার আব্দুল্লাহ আল জাবের রাফি, শ্রেষ্ঠ এএসআই শেরপুর সদর থানার মাহফুজুর রহমান ও শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার টিএসআই মাহফুজুর রহমান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং থানায় কর্মরত পুলিশ সদস্যবৃন্দসহ সকলের সহযোগিতায় সদর থানার আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।