
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে আয়োজিত পরিচিত ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।
সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত সকলের সাথে উম্মুক্ত আলোচনায় অংশ নেন।
পরে পুলিশ সুপার মহোদয় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সর্বাত্মক সহোযোগিতা কামনা করেন এবং উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার বিশ্বাস এর সভাপতিত্বে সভায় শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী পৌরসভার মেয়র জনাব মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ সালাউদ্দিন সালেম, শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার জনাব মোঃ আমিনুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল্লাহ সালেহ, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুর ইসলাম
কোম্পানি কমান্ডার, সিঙ্গাবরুণা ইউনিয়ন, শেরপুর জেলা কৃষকলীগের সভাপতি জনাব মোঃ আব্দুল কাদির, শ্রীবরদী উপজেলা যুবলীগের সভাপতি
জনাব লিয়াকত হোসেন লিটন সহ
বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিকবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।