হাতি-মানুষের দ্বন্দ্ব কমাবে খাদ্য বাগান গারো পাহাড়ে ব্যতিক্রমী উদ্যোগ

 

শ্রীবরদী প্রতিনিধি,শেরপুর

শেরপুরের গারো পাহাড়ে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিত করতে ‘খাদ্য বাগান গড়ে তোলা হচ্ছে। সেখানে রোপণ করা হয়েছে বন্যপ্রাণীর প্রিয় খাবাবের ফলদ ও বনজ গাছের চারা। বন বিভাগ বলছে, এটি বাস্তবায়ন হলে কত্তপ্রাণীদের খাদ্য ঘাটতি মেটানোসহ মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত হবে। এতে হাতি মানুষের জন্ম কমে আসবে।

ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা শেরপুর জেলার তিন উপজেলা শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী। এই তিন উপজেলার সীমান্তজুড়ে বিচরণ করে কন্যহাতি। এর মধ্যে শ্রীবরদী উপজেলার রাজার পাহাড়ে হাতির অবস্থান সবচেয়ে বেশি। সম্প্রতি এই পাহাড়ে শুরু হয়েছে এন্ড ব্যাতিক্রমী উদ্যোগ। ২০২৪-২৫ অর্থবছরে পরিচালন ব্যয় খায়ের আওতায় ৪০ হেক্টর জমিতে বন বিভাস হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিত করতে গড়ে তোলা হচ্ছে ‘খাদ্য বাগান’। যেখানে রোপণ করা হয়েছে ৬০ প্রজাতির ফলনও বনজ গাছের চারা।

এর মধ্যে চাপালিশ, বাই, পাকুড়, জলনাই, কাজুবাদাম, কাঠবাদাম, কাঁঠাল, বড়ই, করমচা, কলা, কলা, বেল, চালতা, আতাফল, বহেড়া, আমলকী, লকী, হরীতকী উল্লেখযোগ্য। এসব ফলদ ও বনজ গাছের মাধ্যমে বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিত করা ছাড়াও তাদের নিরাপদ আবাসস্থল তৈরি হবে। স্থানীয়রা জানান, এই বাগানটি সঠিকভাবে হলে হাতি-মানুষের যন্য অনেকটাই কমে

যাবে। এ ছাড়া বিভিন্ন ধরনের বনপ্রাণী এখানে বাস করবে, এদের খাবারের উৎস তৈরি হবে। সে ক্ষেত্রে বণ্যপ্রাণী আর লোকালয়ে আসবেন না। বালিজুড়ি এলাকার বাসিন্দা আলী মিয়া বলেন, ‘আগে প্রায়ই হাতি আমাদের ধানখেতে হামলা করত। বিশেষ করে বালিজুড়ি এলাকায়। কিন্তু গত কিছুদিন ধরে হাতি তেমন ক্ষতি করছে না। কারণ রাজার গাহাড়ে বাগান হচ্ছে। আবার পাশেই আগে থেকে একটা বাগান রয়েছে। সেখানেই হাতিসহ অন্য প্রাণীরা থাকে। নতুন এই বাগান হলে খুব ভালো হবে।’

একই এলাকার বাসিন্দা আবদুল লতিফ বলেন, খালিজুড়িতে গত কয়েক মাস ধরে হাতির মাধ্যমে কোনো ক্ষতি হয়নি। তবে ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে হয়েছে। নতুন এই বাগান যদি ওই এলাকাগুলোতেও করা হয় তাহলে সেখানকার মানুষ শান্তিতে থাকতে পারবে। খাবার না পেলে হাতি লোকালয়ে যা ধানখেতে আসে। যদি পাহাড়ে খাবার থাকে, তাহলে সেগুলো কেন ধানখেতে আসবে?’

মালাকোচা এলাকার বাসিন্দা আকরাম মিয়া বলেন, নতুন বাগানে মোটামুটি সব ধরনের গাছ আছে। ফলের গাছ ছাড়াও অনেক হায়াযুক্ত গাছ রয়েছে। যেগুলো বড় ঢলে ওই এলাকায় ছায়া থাকবে। আমরা পাহাড়ে যারা থাকি, বিশেষ করে রাজার গাহাড়ের আশপাশে, তারা সবাই মিলে এই বাগান পাহারা দেই। যেন কেউ গাছের ক্ষতি করতে না পারে।’ একই এলাকার বাসিন্দা আলতাফ মিয়া বলেন, ‘আমরা এই বাগানে শ্রমিক হিসেবে কাজ করতে পারছি। এতে আমাদের আয়

হচ্ছে। রেঞ্জারের নির্দেশনা অনুযায়ী চারাগুলো আমরাই লাগিয়েছি। খুব সুন্দর একটা বাগান হয়েছে।’ বালিজুড়ি রোঞ্জের বনকর্মীরা জানান, বায়ানে থাকা হাতি, বানর, মায়া হরিণ, কাঠবিড়ালিসহ বিভিন্ন প্রাণীর খাদ্যাভ্যাসের বিষয়টি মাথায় রেখে পুরো প্রকল্পটি পরিকল্পনা করা। হয়েছে। ফলে বণ্যপ্রাণীর লোকালয়ে নেমে আসার প্রবণতা আনেআংশে কমবে।

বালিজুড়ি রেঞ্জের কর্ণঝোড়া বিট কর্মকর্তা রাতিব হোসেন বলেছেন, পাহাড়ে পানি থেকে শুরু করে যেসব বন্যপ্রাণী আছে সেগুলোর খাদ্যের চাহিলা এই বাগান। থেকে পুরণ হবে। এ ছাড়া পাহাড়ে যেসব মাইক্রো অর্গানিজম আছে, যেগুলো মাটিতে বসবাস করে, সেগুলোর জন্য ঔষধি এবং কনজ চারা লাগানো। হয়েছে। এখানে একটা ইকো সিস্টেম তৈরি হবে।’

পরিবেশবাদী সংগঠন শাইনার নির্বাহী পরিচালক ও শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা মুখনিউর রহমান মনি বলেন, ‘বন্যপ্রাণীর বাদ্য ও আবাস্থল নিশ্চিতকরণের জন্য বর্তমানে কনবিভাগ রাজার পাহাড়ে বনায়নের যে উদ্যোগ নিয়েছে সেটি প্রসংশনীয়। বনটি যদি গড়ে ওঠে তাহলে হাতিসহ অন্য পশুপাখির নিরাপদ আশ্রয় হবে। একই সঙ্গে হাতির সঙ্গে মানুষের যে যুদ্ধ সেটিও অনেকাংশে কমে আসবে।’

ময়মনসিংহ বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের রেজ কর্মকর্তা সুমন মিয়া বলেন, ‘রাজার পাহাড়ের হাতির আবাসস্থল দাংসের কারণে সেগুলো লোকালয়ে আসে। এই বাগান হলে আর এমন পরিস্থিতি তৈরি হবে না। এতে হাতি-মানুষের যা অনেকটাই কমে আসবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহমেদ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা…

    Share on Social Media

    শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নে ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় ২৮৬টি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

      শ্রীবরদী প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলার ৭ নং ভেলুয়া ইউনিয়নে বি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় সুবিধাভোগী নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় ভেলুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

    শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

    শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

    শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

    শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

    শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

    শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান