
ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে সমিতির নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান মিঠুর সভাপতিত্বে ও সমিতির উপদেষ্টা আনোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক আব্দুল ওয়াদুদ খাঁন, গড়জরিপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল নেদা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার ইসরাফিল, ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন, গড়জরিপা ইউনিয়ন ওলামাদলের সভাপতি হাফেজ শাহজালাল, ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদস্য শাহজাহান আলী, ডা. মনিরুজ্জামান, সহ আরো অনেকে।