
শেরপুরের শ্রীবরদী সীমান্তের খাড়ামোড়া গ্রাম থেকে বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ৩ টি ভারতীয় চোরাই ষাঁড় গরু আটক করা হয়েছে। ১৯ শে আগস্ট মঙ্গলবার দুপুর ১১ টার দিকে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ হাবিলদার আব্দুল মান্নানের নেতৃত্বে
বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত জনপদের খাড়ামোড়া গ্রামের একটি বাড়ির আঙিনায় ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ৩ টি গরু আটক করে।
তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল মান্নান গরু আটকের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে বলেন, আটক গরু গুলো সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা হয়েছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা
খাড়ামোড়া গ্রামে অভিযান পরিচালনা করি।
প্রাথমিক গরু ৩ টির সিজার মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা। আটক গরু গুলো ময়মনসিংহ পাঠানো হবে। সীমান্তে টহল জোরদার রাখা হয়েছে।