
রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদীতে দুর্বৃত্তকারীদের ছুরিকাঘাতে আহত ভেলুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইয়াসিন আলীকে দেখতে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল। ১৭ ই আগস্ট রবিবার রাতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি গুরুতর অসুস্থ ইয়াসিন আলীকে দেখতে যান।
এ সময় তিনি আহত ইয়াসিন আলীর শারীরিক খোঁজখবর, ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চলাফেরা করার জন্য পরামর্শ প্রদান করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদার ফজলুল হক চৌধুরী অকুল, ভেলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, ছাত্রদল নেতা রুকনুজ্জামান, শাহরিয়ার রাফি সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।