
রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ১৮ ই আগস্ট সোমবার সকালে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী, পুরস্কার বিতরণ ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
এসময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেহেদী হাসান, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, মৎস্য চাষী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।