
শ্রীবরদী প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা
স্কুল মাঠে দুই দিনব্যাপী আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মাহারী ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট রবিবার বিকেলে শত শত ফুটবল প্রেমী দর্শকদের অংশগ্রহণের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির আহবায়ক ও আদিবাসী নেতা জীবন মং এর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ৩ আসনের সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী।
এসময় শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক
মুরাদ সরকার, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইখলাছুর রহমান লিটন,স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জামরুল চৌধুরী, বিএনপি নেতা দুলাল মাহমুদ মাস্টার, মাহবুবুর রহমান বিপ্লব, কমল মিয়া, বাসির উদ্দিন সহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ প্রায় ২ হাজার ফুটবল প্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।