
শ্রীবরদী প্রতিনিধি শেরপুর: সারা দেশে মতো শেরপুরে আজ ০৫ আগস্ট, ২০২৫ তারিখ (মঙ্গলবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে শ্রীবরদী উপজেলা প্রশাসন, শ্রীবরদী, শেরপুর কর্তৃক গৃহীত কর্মসূচি’র অংশ হিসেবে জুলাই শহিদ সবুজ মিয়া, শহিদ বকুল মিয়া, শহিদ আসাদুল্লা, শহিদ জসিম উদ্দিন, শহিদ গণি মিয়া ও শহিদ শাহিনুর মামুন শেখ এঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
অফিসার ইনচার্জ,শ্রীবরদী থানা মোঃ আনোয়ার জাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মফিদুল ইসলাম, উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রহুল আলম তালুকদার, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: আমির হোসেন, একাডেমিক সুপারভাইজার মো: মোশারফ হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীজন উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।