
শেরপুরের সময় ডেস্ক :
শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌর এলাকার খামারিয়াপাড়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খামারিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ইসরাফিল মিয়া (৬০) ও তাঁর স্ত্রী আকাশি বেগম (৫০)। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭২০ গ্রাম গাঁজা। তাঁরা দুজনই একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মাদকসহ আটক হয়ে জেল হাজতে ছিলেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ৩ আগস্ট রবিবার রাতে শ্রীবরদী পৌর এলাকার খামারিয়াপাড়া গ্রামে সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ইসরাফিল মিয়ার বসত বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী আকাশি বেগমের দেহ তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাজা ও পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে ঘরের খাটের নিচে থাকা ৭ শত গ্রাম গাজা উদ্ধার করে।
যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় শ্রীবরদী থানার এসআই সোহেল খান বাদী হয়ে ১৯৯৮ সনের মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।
শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ইসরাফিল ও আকাশী দম্পতি অত্র থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেছে। সোমবার দুপুর তাদের শেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।