
বিশেষ প্রতিনিধি
শেরপুর জেলার শ্রীবরদী থানার একটি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী নজরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি।
গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে সশস্ত্র হামলা হয়। হাজারো দুষ্কৃতিকারী ওই হামলায় অংশ নেয়। তারা ৫১৮ জন হাজতী ও কয়েদীদের পালিয়ে যেতে সহায়তা করে।
এই ঘটনার পর র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি অভিযান শুরু করে। কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের দেওয়া তালিকা অনুযায়ী অভিযান পরিচালিত হয়।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পলাতক কয়েদী নজরুল ইসলাম বাবলাকোনা এলাকায় অবস্থান করছে। তার কয়েদী নম্বর ৭২৭১/এ।
১২ জুলাই রাত আনুমানিক ২:৩০ মিনিটে র্যাব-১৪ এর একটি দল বাবলাকোনা গ্রামে অভিযান চালায়। অভিযানে শ্রীবরদী থানার বাবলাকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম বাবলাকোনা গ্রামের নইমুদ্দিনের ছেলে। পরবর্তীতে তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।