
নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা প্রশাসনকে বালু পাচারের খবর দিয়ে হামলা শিকার হয়েছেন আরিফ রেজা নামে এক জুলাইযোদ্ধা। ২৭ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীবরদীর সীমান্তবর্তী কর্ণঝোড়া ও শয়তানবাজারের মাঝামাঝি জায়গায় এঘটনা ঘটে।
ভুক্তভোগীর ভাষ্য মতে, শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের নিয়ে কর্ণঝোড়া এলাকায় ঘুরতে যান আরিফ। ওই সময় কর্ণঝোড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও তা পাচারের বিষয়টি দেখতে পান তিনি। বিষয়টি শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডকে জানান আরিফ। এসময় স্থানীয় বালুখেকো বিপ্লব, রুমান, রমজানসহ আরও ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল আরিফের ওপর হামলা চালায়। তার সঙ্গে থাকা মোটরসাইকেলটিও ভাঙচুর করে।
আহত আরিফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শরীরে অসংখ্য ছররা বুলেট আঘাত করে। সেগুলো বহন করেই চলছি। তার মধ্যেই এবার বুকে এলোপাতাড়ি লাথি মারা হয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পায়নি। তবুও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’