
বিশেষ প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় খেত থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে সুজন আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুজন ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে তাঁর কাকা আকরাম হোসেনের মনিহারি দোকানে কাজ করতেন। আজ শুক্রবার দুপুরে দুইজন কৃষিশ্রমিক নিয়ে তিনি লক্ষ্মীডাংরি গ্রামের ক্ষেতে ধান কাটতে যান। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হলে দ্রুত ধানের আঁটি মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। কিন্তু পথিমধ্যে সুজন বজ্রপাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি (সুজন) মারা যান।
ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর করিম বজ্রপাতে সুজনের মৃত্যুর বিষয়টি ননিশ্চিত করেছেন। তিনি বলেন, সুজনের অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।