শ্রীবরদী জোনাল অফিসের নিয়মিত মাসিক স্টাফ সভা অুনষ্ঠিত

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীবরদী জোনাল অফিসের নিয়মিত মাসিক স্টাফ সভা অুনষ্ঠিত হয়।

২২/০৫/২০২৩ খ্রিঃ রোজ সোমবার বিকাল ৪-০০ ঘটিকায় শ্রীবরদী জোনাল অফিসে প্রকৌশলী মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে শ্রীবরদী জোনাল অফিসের নিয়মিত মাসিক স্টাফ সভা অুনষ্ঠিত হয়। উক্ত সভায় ডিজিএম, কারিগরি, ডিজিএম শ্রীবরদী , এজিএম ওএন্ডএম, জোনাল অফিসের সকল সুপারভাইজার এবং জোনাল অফিসের কর্মচারীগন উপস্থিত ছিলেন।

 

উক্ত সভায় জেনারেল ম্যানেজার নিম্নোক্ত বিষয়সমুহ বিস্তারিতভাবে আলোচনা করেন এবং বাস্তবায়নের জন্য সকলকে নির্দেশ প্রদান করেন।

দাপ্তরিক শৃংখলা মেনে কাজ করা, জুরুরি সার্ভিস বিধায় এপিএ অর্জন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এর নিমিত্তে মে+জুন/২০২৩ মাসে ছুটি যৌক্তিক ভাবে দেয়া ও নেয়া। মেডিকেল কারণ ছাড়া ছুটি না দেওয়া/না নেওয়া, এপিএ এর সকল লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা,

সিস্টেম লস হ্রাস করার নিমিত্তে কারিগরি ২৪ পয়েন্ট এবং স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা,

প্রতিদিন ২৪ লাখ টাকা আদায় করে মে/২৩ এর মধ্যে বকেয়া মাস এর লক্ষমাত্রা ১.২৫ এ আনা,* মে/২০২৩ এর মধ্যে যথাযথভাবে ৩য় সাইকেল ROW(Right Of Way) কাজ শেষ করা, মিটার চেকিং বাড়ানো,

Night Operation জোরদার করা ,

অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা,

ERC এর লক্ষ্যমাত্রা অর্জন করা,

GIS এর লক্ষ্যমাত্রা মে/২০২৩ এর মধ্যে ১১০% অর্জন করা,

বিচ্ছিন্ন গ্রাহকের বকেয়া আদায় নিশ্চিত করা,

৯০ দিনের উর্ধ্বে বকেয়া শুন্য করা এবং ৬০ দিনের বকেয়া আদায় নিশ্চিত করা,

গ্রাহকগণের সাথে সবসময় ভাল আচরণ করা,

উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করা,

দ্রুততম সময়ে পেন্ডিং সেচ সংযোগ প্রদান করা এবং ঝড়ে ক্ষতি গ্রস্ত মিটার দ্রুত প্রতিস্থাপন করা।

ফেসবুক ও সোশাল মিডিয়া ব্যবহারে সাবধান হওয়া,* বিদ্যুৎ সাশ্রয় করা, ব্যয় হ্রাস করা, সর্বাগ্রে নিরাপত্তা, কাজেই নিরাপত্তা নিশ্চিত করে কাজ করা, নিরাপত্তা সংক্রান্ত সেমিনার করা,

সকালে লাইনম্যানদের নিয়ে পিটি ও ড্রিল করা,

কেপিআই সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করা।

তার ও ট্রান্সফরমার চুরি রোধে উঠান বৈঠক করা।

প্রতিটি কাজের রেকর্ড সংরক্ষণকরা,

দুর্নীতি প্রতিরোধ করা, DIE কেনা বলা,

শুদ্ধাচার প্রতিষ্ঠা করা,

সঠিক মোবাইল নম্বর এ বিদ্যুৎ বিলের মেসেজ প্রদান করা।

৭ দিনে আবাসিক ও ১৮ দিনে শিল্প সংযোগ নিশ্চিত করা,

যথাযথ ভাবে ডি নথি বাস্তবায়ন করা,

যথাযথ ভাবে সময়মত যানবাহন রক্ষনাবেক্ষন করা,

ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামত করে চালু করা,

করোনা প্রতিরোধে সচেতন থাকা এবং স্বাস্থ্য বিধি মেনে চলা,

ডেংগু, চিকনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকা ও মশা নিধন করা,

অফিসের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা,

পরিশেষে সভাপতি সবাইকে এপিএ লক্ষ্যমাত্রা অর্জন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানিয়ে এবং সকলের দোয়া চেয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

  • Related Posts

    হাতি-মানুষের দ্বন্দ্ব কমাবে খাদ্য বাগান গারো পাহাড়ে ব্যতিক্রমী উদ্যোগ

      শ্রীবরদী প্রতিনিধি,শেরপুর শেরপুরের গারো পাহাড়ে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য নিশ্চিত করতে ‘খাদ্য বাগান গড়ে তোলা হচ্ছে। সেখানে রোপণ করা হয়েছে বন্যপ্রাণীর প্রিয় খাবাবের ফলদ ও বনজ গাছের চারা। বন…

    ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

      ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া সার্বিক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা

    শেরপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা

    বাজিতখিলা ইউনিয়নে সদর উপজেলা বিএনপির সদস্যদের পরিচিতি সভা

    বাজিতখিলা ইউনিয়নে সদর উপজেলা বিএনপির সদস্যদের পরিচিতি সভা

    নালিতাবাড়ীতে ভারতীয় মদ নিয়ে প্রাইভেটকারসহ গ্রেফতার ৩

    নালিতাবাড়ীতে ভারতীয় মদ নিয়ে প্রাইভেটকারসহ গ্রেফতার ৩

    শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার আমিনুল ইসলাম

    শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার আমিনুল ইসলাম

    শেরপুরে গণশুনানিতে রাজস্ব বিভাগ সম্পর্কে কোন অভিযোগ না থাকায় দুদক কমিশনারের সন্তোষ

    শেরপুরে গণশুনানিতে রাজস্ব বিভাগ সম্পর্কে কোন অভিযোগ না থাকায় দুদক কমিশনারের সন্তোষ

    শেরপুরে দুদকের দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠিত: ১২৫ অভিযোগের নিষ্পত্তিতে জনতার আগ্রহ

    শেরপুরে দুদকের দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠিত: ১২৫ অভিযোগের নিষ্পত্তিতে জনতার আগ্রহ

    দুঃখিত কপি করা যাবে না! ⚠️