
ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে শ্রীবরদী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম জুয়েলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ মে শুক্রবার রাত ১০ টায় শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে নব-নির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েলকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সমিতির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম জুয়েল।
গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো: হাফিজুর রহমান, শ্রীবরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিলন মিয়া, শ্রীবরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রুপন, গড়জরিপা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শহিদুর রহমান বাদশা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোঃ আল-আমিন, গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহাম্মেদ সহ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদস্য ও এলাকার লোকজন।
আলোচনা সভা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফুলমালা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়।