
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি,শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৪র্থ বর্ষপূর্তি পালিত হয়েছে ।
শনিবার (২৪ ফেব্রয়ারি) সকালে প্রেসক্লাব শ্রীবরদী’র কার্যালয়ে এ উপলক্ষে কেককাটা, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এ জে এম আহসানজাম্মান ফিরোজ।
এতে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক নাগরিক ভাবনার শ্রীবরদী উপজেলা প্রতিনিধি মোঃ সাজিদ হাসান শান্ত । আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব’র সভাপতি ফরিদ আহমেদ রুবেল (আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি), প্রেসক্লাব শ্রীবরদী’র সাধারণ সম্পাদক, ফেরদৌস আলী,(দৈনিক সংবাদ, বিএমএফ টেলিভিশন,দৈনিক সবুজ এর উপজেলা প্রতিনিধি ), প্রেসক্লাব শ্রীবরদী’র যুগ্ম সাধারণ সম্পাদক তাসলীম কবির বাবু (দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি), রমেশ সরকার (যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি) মোঃ শওকত জামান (দৈনিক যাহান পত্রিকার উপজেলা প্রতিনিধি), মোঃ আসিফ (একুশে সংবাদ এর উপজেলা প্রতিনিধি) সহ শ্রীবরদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে দৈনিক নাগরিক ভাবনা’র ৪র্থ বর্ষপুর্তি উপলক্ষে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় বর্ষপুর্তির সকল আনুষ্ঠানিকতা।