
শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করার লক্ষ্যে মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কাযর্ক্রমের অংশ হিসেবে শেরপুর জেলার বিভিন্ন ইউনিয়নে “সাপোটিং এন্ড এম্পাওয়ারিং এক্টিভিটি টু রুরাল কমিউনিটি (সার্চ)” এর উদ্যোগে ‘শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ’ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১ অক্টোবর রবিবার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সার্চের সদস্যদের মাঝে ‘শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ’ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম।
তিনি বলেন সার্চ শেরপুর জেলার একটি অন্যতম সামাজিক সংগঠন হিসেবে আত্নপ্রকাশ করেছে। তাদের বিভিন্ন শ্রেণি পেশার সদস্যদের সন্তানদের শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ খুবই ভালো উদ্যোগ। আমি মনে করি এতে অনেক শিক্ষার্থী লেখাপড়ায় উৎসাহিত হবে। এছাড়া তাদের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও দরিদ্রদের মাঝে পরীক্ষার ফি ও অন্যান্য ফি প্রদানের উদ্যোগটিও প্রশংসনীয়। সংস্থাটি তাদের মেধা ও শ্রম দিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে আমার দীর্ঘ বিশ্বাস এবং আমি মনে করি তারা শুধু শেরপুরই নয়, সারা বাংলাদেশে এর প্রসার ঘটাতে পারবে। তিনি আরও বলেন সংস্থাটির মাধ্যমে বিভিন্ন যুব সমাজে অনেকেই উদ্যোক্তা হতে পারবে, তাদের এই অনুপেরনায় সমাজ, জাতী ও দেশের উন্নয়ন হবে বলে আমি মনে করি।
এসময় সংস্থার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আলমগীর কবির জানান, সমাজের অনেক শিক্ষার্থীই পড়াশোনার খরচের জন্য ঝড়ে পড়ে। ঝড়ে পড়া রোধ করতে আমরা ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের খাতা, কলম, পেন্সিল, জ্যামিতিবক্স, পরীক্ষার হার্ডবোর্ডসহ তাদের প্রয়োজনীয় উপকরণ আমাদের সদস্যদের পোষ্যদের মাঝে বিতরণ করে যাবো। একই সাথে অস্বচ্ছল পরিবার সমূহের ছেলে মেয়েদের লেখাপড়ার আর্থিক সহায়তা প্রদান করা হবে। দরিদ্র মানুষের জীবনমান, শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করাই আমাদের মুল লক্ষ্য। আমরা সামাজিক সংস্থা হিসেবে দরিদ্র লোকের জীবনমান উন্নত করতে, তাদের উচ্চশিক্ষা এবং পেশাগত প্রশিক্ষণের সুযোগ প্রদান করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হতে চাই। সংস্থার সাথে সম্পৃক্ত মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সামাজিক পরিবেশ উন্নয়নে ভুমিকা রাখার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠিত হবে বলে আমরা আশাবাদী। এসময় প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যদের মধ্যে সভাপতি মোঃ শফিউল্লাহ্, মো: তোফাজ্জল হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।