শেরপুরে জনসচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্টে অপমৃত্যু প্রতিরোধে শেরপুর সদরের প্রত্যন্ত অঞ্চলে সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ ) বিকেলে শেরপুর সদর থানাধীন বলাইচরের দশআনি বাজার প্রাঙ্গণে শেরপুর সদর থানা পুলিশ কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর।

 

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু’র পরিবারের সদস্য, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা–বোন-কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

 

তিনি বলেন বঙ্গবন্ধু একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, একটি স্বাধীন দেশের মানচিত্র উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই স্বপ্ন রূপান্তরের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। ভিশন ২০৪১ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে এগিয়ে চলেছি। এই উন্নতিতে বাধা হয়ে আসছে বিভ্রান্তকারী কিছু দুষ্ট চক্র। আমি অনুরোধ করবো আপনারা এই দুষ্ট চক্রের ফাঁদে পা-দিবেন না। তাদের মধ্যে একটি হলো সর্বনাশা মাদক। আমাদের অবশ্যই এই মাদক থেকে দূরে থাকতে হবে।

 

তিনি আরও বলেন আমি শেরপুর জেলায় যোগদান করে জুয়া ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা সেটা পুলিশ সদস্য হোক, রাজনৈতিক বা অন্য যে কেউ মাদকের সাথে সম্পৃক্ত হলে চরম মূল্য দিতে হবে।

 

আমাদের এখানে আরেকটি সমস্যা আছে যে সমস্যাটা কিন্তু সার্বজনীন। এই সমস্যা থেকে আমাদের মা-বোন কে সচেতন করেতে হবে সেটা হল বাল্য বিবাহ। আপনারা জানেন শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত মায়ের ভূমিকা অপরিহার্য।

 

একটা জিনিস আমাকে খুব পীড়া দেয় তাহলো শেরপুর জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে সর্বাধিক সংখ্যক লোকের মৃত্যু হয়। এ বিষয়টা নিয়ে আমরা কাজ করছি, ভিতরে ঢোকার চেষ্টা করছি। কি কারণে দোষটি কার যে মারা গেল তার বা তার পরিবারের নাকি আমাদের সকলের।

 

এছাড়াও বিভিন্ন সময় শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু’র ঘটনা ঘটে। শিশুগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। আমি চাইনা যে আর একটি শিশু এভাবে তার পরিবারের অবহেলায় মারা যাক। এ ব্যাপারে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান ।

 

পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্তা বৃদ্ধি লক্ষ্যে আমাদের এই আয়োজন। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হট লাইন নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।

 

জনাব বছির আহমেদ বাদল, অফিসার ইনচার্জ শেরপুর থানা, শেরপুর এর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর; জনাব সাবিহা জামান শাপলা, মহিলা ভাইস চেয়ারম্যান, শেরপুর সদর উপজেলা, শেরপুর; জনাব মোঃ রফিকুল ইসলাম আকন্দ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ ১১নং বলাইরচর ইউনিয়ন, শেরপুর; জনাব মনিরুল আলম মনি, চেয়ারম্যান, ১১নং বলাইরচর ইউনিয়ন পরিষদ, শেরপুর।

 

বিট পুলিশিং সমাবেশে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • Related Posts

    শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি:  শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে সকাল ৮ঃ৩০ ঘটিকায়…

    পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়নশিপে শেরপুর জেলার নারী নায়েক হালিমা আক্তারের স্বর্ণপদক জয়

      বাংলাদেশ পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতায় শেরপুর জেলা পুলিশের হয়ে ৭২ কেজি ওজন শ্রেণীতে অংশগ্রহণ করে নারী নায়েক ১৩২/ হালিমা আক্তার ব্যক্তিগত স্বর্ণপদক লাভ করার গৌরব…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরের ধর্ষণ মামলার আসামি চিকু মিয়া গাজীপুর থেকে গ্রেফতার

    শেরপুরের ধর্ষণ মামলার আসামি চিকু মিয়া গাজীপুর থেকে গ্রেফতার

    শেরপুর সদর থানা বার্ষিক পরিদর্শন

    শেরপুর সদর থানা বার্ষিক পরিদর্শন

    শেরপুরে আন্তর্জাতিক শিক্ষা মেলা অনুষ্ঠিত

    শেরপুরে আন্তর্জাতিক শিক্ষা মেলা অনুষ্ঠিত

    হাতি-মানুষের দ্বন্দ্ব কমাবে খাদ্য বাগান গারো পাহাড়ে ব্যতিক্রমী উদ্যোগ

    হাতি-মানুষের দ্বন্দ্ব কমাবে খাদ্য বাগান  গারো পাহাড়ে ব্যতিক্রমী উদ্যোগ

    শেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

    শেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

    শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির শিক্ষকদের সাথে হাফেজ রাশেদুল ইসলামের মতবিনিময়

    শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির শিক্ষকদের সাথে হাফেজ রাশেদুল ইসলামের মতবিনিময়

    দুঃখিত কপি করা যাবে না! ⚠️