
শেরপুরে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী উদ্যাপিত হয়েছে।এ উপলক্ষে শনিবার জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা করমসূচির আয়োজন করে।এসব করমসূচির মধ্যে ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, করমসংস্থানের জন্য যুবক-যুবতীদের মধ্যে ঋণ বিতরণ ও বৃক্ষ রোপণ।
শনিবার সকাল দশটায় ডিসি অফিস চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান, জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ স ম নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের করমকরতা। এ সময় পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুসহ নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হুইপ আতিউর রহমান।এতে সভাপতিত্ব করেন ডিসি আব্দুল্লাহ আল খায়রুম। সভার শুরুতে শহিদ শেখ কামালের জীবনী নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র প্রদরশন করা হয়।