
শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল খায়রুম। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ডিসি আব্দুল্লাহ আল খায়রুম।
সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ নবাগত ডিসি আব্দুল্লাহ আল খায়রুমের কর্মজীবন সম্পর্কে বিস্তারিত জানান। পরে সভায় বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, বিদায়ী সভাপতি শরিফুর রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহসভাপতি এস এম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, নির্বাহী সদস্য সাবিহা জামান, জ্যেষ্ঠ সাংবাদিক তালাত মাহমুদ প্রমুখ।
সভায় ডিসি আব্দুল্লাহ আল খায়রুম বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক। সমস্যা-সম্ভাবনা ও উন্নয়ন সম্পর্কে জাতিকে জানাতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। শেরপুর একটি উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে থাকা কৃষি-খাদ্য ও পর্যটন সমৃদ্ধ অঞ্চল। আগামী দিনে শেরপুর জেলাকে আরো সামনে এগিয়ে নিতে তথা অনন্য উচ্চতায় তুলে ধরতে তিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করবেন। এসব কাজে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের যে কোন সমস্যা সমাধানের বিষয়ে তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে ব্যক্ত করেন তিনি।
জেলায় কর্মরত অর্ধশত গণমাধ্যম কর্মী সভায় উপস্থিত ছিলেন। এর আগে শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ডিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।