দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকার শহীদ চত্বরে এনসিপির জেলা কমিটি এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা বাংলার প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করবো। হাদীর হত্যাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের হুসিয়ার করে দেন। অবিলম্বে হাদীর হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আহবান জানান তারা। তা না হলে পরবর্তীতে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুসিয়ারী করে দেন বক্তারা। সভায় এনসিপিসহ অনান্য দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।






