দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ করেছেন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবার একটিভ কমিটি শেরপুরের সদস্যরা।
শনিবার দুপুরে শহরের নয়ানী বাজার এলাকার জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবার একটিভ কমিটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজার থানা মোড় চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভে মিছিলে অংশ নেওয়া জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা ওসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা জানান ও বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে রঘুনাথ বাজার থানা মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জুলাইযোদ্ধা ও শহিদ পরিবার একটিভ কমিটির নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করে বক্তব্য প্রদান করেন।





