বিশেষ প্রতিনিধি
শেরপুর শহরের চকপাঠক মহল্লায় ৪৫৬ টি পরিবার নিয়ে বায়তুন নূর কল্যান সমাজের ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। সকলের সম্মতিক্রমে মো : রাশেদুল হোসেন ডিয়ারকে সভাপতি ও রফিকুল ইসলাম তজিকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার ১২ ডিসেম্বর রাতে চকপাঠকস্থ ডিয়ারের মার্কেট প্রাঙ্গনে আলোচনার মধ্যদিয়ে এ কমিটি গঠন করা হয়।
এদিকে বায়তুন নূর কল্যান সমাজের অঙ্গীকার হচ্ছে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অসহায়দের পাশে দাঁড়ানোসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কুসংস্কার দূরকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।
আমরা বায়তুন নূর কল্যান সমাজের যুবসমাজকে নিয়ে সমাজের ভালো কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাব। আমাদের এ সমাজের অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা দূর, বাল্যবিবাহ রোধ, গরিব-দুখী মানুষের উপকার করা এবং সামাজিক কুসংস্কার দূর করা।
বায়তুন নূর কল্যান সমাজের কমিটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। যথাক্রমে উপদেষ্টাগণরা হলো, মো. শফিকুল ইসলাম মাসুদ, এডভোকেট জহুরুল হাসান মুকুল, মো. ছোরহাব আলী, হাসিম উদ্দিন, রহিম মাষ্টার, এডভোকেট মুখলেছুর রহমান জীবন, সালাউদ্দিন আহমেদ, আব্দুর রশিদ মিয়া, মোখলেস রহমান, আজহার মাষ্টার, সৈয়দ আবদুল হাফিজ ইন্জিনিয়ার, হেলাল পিন্সিপাল, ডা. সাইফুল আলম, ডা. তরুন, মো. সজল মিয়া প্রমুখ।





