নিজস্ব প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়ন পরিষদে শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধিতে একটি ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীকে গ্রাম আদালত সম্পর্কে অবহিত করা এই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আনিস মিয়া। ভিডিও প্রদর্শনীর আগে গ্রাম আদালতের উদ্দেশ্য, কার্যক্রম, সুবিধা ও সেবাপ্রাপ্তির পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মুশফিকুর রহমান। ভিডিও শো শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ১০ জনকে পুরস্কৃত করা হয়।
প্রোগ্রামে উপস্থিত মোঃ খলিল মিয়া তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “গ্রাম আদালত সম্পর্কে ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারলাম। অল্প সময়ে ও স্বল্প খরচে এখানে সুবিচার পাওয়া যায়—এটা আগে জানতাম না।”
অন্যদিকে, উপস্থিত মোছাঃ রেশমা বেগম বলেন, “ভিডিওর মাধ্যমে আমরা আমাদের অধিকার সম্পর্কে জানতে পারলাম। বিশেষ করে নারীরা বকেয়া ভরণপোষণ দাবি করতে পারে—এ তথ্যটি নতুনভাবে জানতে পারলাম।”
‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রকল্পে সহযোগিতা করছে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকার। বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।





