দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহর থেকে গ্রামে গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে বুধবার শেরপুর পৌরসৌভার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গণসংযোগ করেন তিনি।
এ সময় উৎসুক জনতার পাশাপাশি স্থানীয় শিশুরা প্রিয়াঙ্কাকে দেখে দৌড়ে ছুটে আসে। সেইসাথে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেয় শিশুরা। এতে আনন্দিত হয়ে ডা. প্রিয়াঙ্কা উপস্থিত সকল শিশুকে কাছে টেনে নেন এবং তাদেরকে আদর করে শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন। চকলেট পেয়ে শিশুরাও বেশ উচ্ছ্বসিত হয়।
গণসংযোগকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।






