নিজস্ব প্রতিনিধি:
শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১লা ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাজিতখিলা বাজারে ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাজিতখিলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম এর সভাপতিত্বে ও সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর- ১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আউয়াল, ডাঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা নূরে আলম সিদ্দিকি, অফিস সেক্রেটারি আব্দুর রহমান প্রমূখ।
এসময় ইউনিয়ন জামায়াতে ইসলামী, যুব বিভাগ, ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।






