দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
শেরপুরে ‘গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় তিনি বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গ্রামপুলিশ সদস্যদের দায়িত্ব, কর্তব্য, শৃঙ্খলা ও জনসেবায় দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণটি গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনসার ও ভিডিপির শেরপুর জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান ভুঁঞা।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশেরা উপস্থিত ছিলেন।






