
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
‘আমাদের ভিশন: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি’ এই স্লোগানকে সামনে রেখে ৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় শেরপুর সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়। শেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আশরাফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি শরিফুল ইসলাম খালিদ, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হাফেজ জাকারিয়া মোঃ আব্দুল বাতেন, জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া।
সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে আয়োজক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন স্কুল ও দাখিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।