
শেরপুর প্রতিনিধি:
শেরপুর পৌর শহরের মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে পৌরসভার নাগপাড়া মহল্লার মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পৌর শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. হাসানুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সহ সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ আরো অনেকে।