
বিশেষ প্রতিনিধি:
শেরপুরে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার চাঞ্চল্যকর মামলার আসামি সৈয়দ আলী ওরফে চিকু মিয়াকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধনসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান প্রদান করেছে এলাকাবাসী। ৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে শেরপুর সদর থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বড়ভাই। কিন্তু প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত আসামি বৃদ্ধ সৈয়দ আলী ওরফে চিকু মিয়া এখনো গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গত ২৬ আগস্ট সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনাকান্দা এলাকায় ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশুর পরিবার হতদরিদ্র। শিশুটির বাবা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। শিশুটি স্থানীয় একটি এনজিও পরিচালিত বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে। গত ২৬ আগস্ট সকালে দিকে সৈয়দ আলী ওরফে চিকু মিয়া তার প্রতিবেশী ভাতিজি ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। পরে চিকু মিয়া তাকে ধর্ষণের চেষ্টা করলে ওই শিশু ভয়ে চিৎকার শুরু করে এবং ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। পরে সে দৌড়ে স্কুলে চলে যায় এবং তার শিক্ষিকাকে ঘটনার বিষয়ে জানায়।
ভুক্তভোগী শিশুর বড়ভাই জানান, অভিযুক্ত চিকু মিয়া বিকৃত রুচির মানুষ। আগেও তার বিরুদ্ধে এমন ঘটনার একাধিক অভিযোগ রয়েছে। গত ২১ ফেব্রুয়ারিতেও সে একই ধরনের একটি ঘটনা ঘটিয়েছিল। সেসময় বিষয়টি অর্থ ও প্রভাবের জোরে ধামাচাপা দিয়ে দেয় তারা এবং এই ঘটনাকেও অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলো।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ধর্ষণচেষ্টা মামলার একমাত্র আসামি সৈয়দ আলী ওরফে চিকুকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।