
শেরপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইদ্রিসিয়া কামিল মাদরাসায় ৬ষ্ঠ থেকে আলিম পর্যায়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার ইদ্রিসিয়া কামিল মাদরাসায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, শহর জামায়াতের আমীর মাওলানা নূরুল আমীন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, স্থানীয় ওয়ার্ড সভাপতি শুকুর আলী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধির দিক নির্দেশ করে বলেন, অবহেলিত জনপদ শেরপুরকে গড়ার জন্য আগামী প্রজন্মের দায়িত্ব রয়েছে। আমার সামনে আগামী প্রজন্মের মেধাবী দায়িত্বশীল সমাবেশের সামনে কথা বলছি আমি। যাদের মধ্যে সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় আছে। তোমরা যদি নিজেদের এই দেশের কল্যাণে কাজে লাগাতে চাও, তাহলে মেধার প্রমাণ দেওয়ার পথে হাটতে হবে।
তিনি আরো বলেন, শোষণ-পীড়নমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়িত্ব নেওয়ার আকাঙ্ক্ষা রাখে। তোমাদের মতো মেধাবী সৎ নেতৃত্ব এই বিষয়ে সচেতনতার পরিচয় দিয়ে আগালে আমরা মনে করছি, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র।
তিনি শেরপুরের গুরুত্বপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইদ্রিসিয়া কামিল মাদরাসার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনাকে পাশ কাটিয়ে সুযোগ মতো কাজে নিয়োজিত থাকার আশাবাদ পেশ করেন।