
দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:
শেরপুর জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর লিখিত পাঁচ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমানের নিকট এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে লিখিত দাবীগুলোর মধ্যে রয়েছে, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান।
স্মারকলিপিতে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে উল্লিখিত পাঁচ দফা দাবী বাস্তবায়নে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। স্মারকলিপি গ্রহণ করে ডিসি তরফদার মাহমুদুর রহমান স্মারকলিপিটি যথাশীঘ্র প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানোর আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ, সহকারী প্রধান শিক্ষক আ ন ম শফিকুর রহমান, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিছা বেগম, সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নালিতাবাড়ীর তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলামসহ শেরপুর জেলার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।