নিজস্ব প্রতিবেদক
চোর চক্রের মূল হোতা আসাদুল
জামালপুরে সিপিসি-১, র্যাব-১৪ এর অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মোঃ আসাদুল ইসলাম (২৫) গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসাদুল ইসলামের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামে। তার বাবার নাম মৃত আনার মিয়া পাগলা। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দুইটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই মোটরসাইকেল।
র্যাব জানায়, সম্প্রতি জামালপুর, শেরপুরসহ আশপাশের জেলায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দেড়টার দিকে সদর উপজেলার বেলটিয়া জঙ্গলপাড়া এলাকা থেকে নীল রঙের একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে ২২ আগস্ট রাত সাড়ে বারোটার দিকে মেলান্দহ থানার পড়াগুড়ি এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য ও মূল হোতা মোঃ আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আরও একটি চোরাই হিরো মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসাদুল স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তারা বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় বিক্রি করে থাকে। আসাদুল এলাকায় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা হিসেবে সুপরিচিত। তার বিরুদ্ধে জামালপুর জেলার মেলান্দহ থানায় হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






