
নিজস্ব প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনেই বাংলাদেশ খেলফত মজলিসের এমপি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
শেরপুর সদর -১ আসনে বাংলাদেশ খেলফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম কে রিক্সা ( প্রতীকে) মনোনীত করা হয়েছে ।
অপরদিকে (শেরপুর-২) নকলা- নালিতাবাড়ী আসনে হাফেজ মাওলানা রুহুল আমিন, (শেরপুর -৩) শ্রীবরদী- ঝিনাইগাতী আসনে হাফেজ মোহাম্মদ আনিছুর রহমান আকন্দ কে মনোনীত করা হয়।