
বিশেষ প্রতিনিধি
শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় মৃগী নদীর ইলিশা ঘাটে নিখোঁজ কিশোর আব্দুল জলিলের লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে। জলিল উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের আব্দুস সালামের ছেলে।
রোববার দুপুরে কুঠুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবরতী নেলুর ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ছনকান্দা এলাকায় জলিল তার সমবয়সী ৬ জন মিলে মৃগী নদীর ইলিশা ঘাটে গোসল করতে নামে। এসময় তিনজন স্রোতের টানে ভেসে যাওয়ার অবস্থা হলে কোনমতে দুইজন রক্ষা পায়। অপরজন আব্দুল জলিল নিখোঁজ হয়। খবর পেয়ে সন্ধ্যা পর্যন্ত জামালপুর ও শেরপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যান না পেয়ে ফিরে যায়। পরে আজ রোববার দুপুরে কুঠুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নেলুর ঘাট থেকে এলাকাবাসী জলিলের লাশ উদ্ধার করে।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুবায়েদুল আলম জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।